গোপালগঞ্জ কাশিয়ানী প্রতিনিধি: মোঃ ইব্রাহিম মোল্লা:
গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ভাদুলিয়া গ্রাম ও খইলশাখালি গ্রামের ২ ব্যাক্তি সম্প্রতি ইন্ডিয়া থেকে ফিরে হোম কোয়ারেন্টাইন নিষেধাজ্ঞা অমান্য করে বাজারে, মহল্লায় ঘুরে বেড়ানোর অভিযোগের সত্যতা পেয়ে ২ জনের প্রত্যেককে ২০ হাজার টাকা করে ও ভাটিয়াপাড়ার ৫জন ব্যবসায়ীসহ মোট ৬২ হাজার ৬ শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানে আইন অমান্য কারীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদ।
কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ভাদুলিয়া গ্রাম ও খইলশাখালি গ্রামের দুই ব্যাক্তি সম্প্রতি ইন্ডিয়া থেকে ফিরে হোম কোয়ারেন্টাইন নিষেধাজ্ঞা অমান্য করে বাজারে, মহল্লায় ঘুরে বেড়ানোর অভিযোগের সত্যতা পেয়ে দুইজনের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদন্ডে দণ্ডিত করা হয়েছে। এসময় রাতইল ইউপি চেয়ারম্যান বি.এম. হারুন-অর-রশীদ পিনু সার্বিক সহযোগীতা প্রদান করেন।
এদিকে ভাটিয়াপাড়ার ৬ ব্যবসা প্রতিষ্ঠান দ্রব্যমূল্যের দাম বেশি নেওয়ায় প্রতিষ্ঠানের মালিককে ভ্রাম্যমান আদালতে সর্বমোট ২২ হাজার ৫ শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় সদর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান উপস্থিত ছিলেন।
ভাটিয়াপাড়া বাজারে অভিযান পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদ বলেন, ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করার জন্য এধরনের অভিযান অব্যাহত থাকবে। আমাদের সম্মিলিত সচেতনতাই পারে করোনা ভাইরাসের ঝুঁকি থেকে রক্ষা করতে। হোম কোয়ারেন্টাইন নিষেধাজ্ঞা অমান্যকারীদের ব্যাপারে প্রশাসনকে তথ্য দিন সাহায্য করার আহবান জানান তিনি।