গোপালগঞ্জ, কাশিয়ানী প্রতিনিধি, মোঃ ইব্রাহিম মোল্লা:
করোনা ভাইরাস বিশ্বে মহামারীভবে ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সকল জেলায়।
পবিত্র-ঈদ-উল ফিতরকে সামনে রেখে ঈদের কেনাকাটায় ব্যস্ততা সাধারণ ক্রেতারা তাদের মাঝে নেই কোন সামাজিক দুরত্ব নেই কোন সচেতনতা। মানুষের মাঝে সচেতনতা বাড়াতে কঠোরভাবে কাজ করছে কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাব্বির আহমেদ।
আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১ টার সময় কাশিয়ানী বাজারের প্রতিটি দোকানে দোকানে ঘুরে ঘুরে মানুষের মাঝে সচেতনতা থাকা ও সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য মানুষকে নির্দেশনা দেন এবং প্রতিটি মা- ও তার সন্তানকে বাজারে না আনার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।
এসময়ে সেখানে উপস্থিত ছিলেন কাশিয়ানী থানা ইনচার্জ আজিজুর রহমান (ওসি) ও বিভিন্ন পেশাগত সাংবাদিকরা ও কর্মকর্তা। আর কাশিয়ানী বাজার কমিটি লোকরা উপস্থিত ছিলেন।