গোপালগঞ্জ, কাশিয়ানী প্রতিনিধি, মোঃ ইব্রাহিম মোল্লা:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের ভাট্টাইধোবা গ্রামে এবার একটি পরিবারের ২১ বছর বয়সী মা ও ৭ মাস বয়সী শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া ও একই উপজেলার পারুলিয়া ইউনিয়নের শিবপুর গ্রামের ৩০ বছর বয়সী আরো এক যুবক করোনা আক্রান্ত হয়েছেন। তারা সবাই ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত।
কাশিয়ানী উপজেলা হেলথ কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইকবাল খান বিষয়টি নিশ্চিত করে জানান করোনা আক্রান্ত এই ৩ জন ঢাকা থেকে আসলে তাদের নমুনা সংগ্রহ করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হলে তাদের ৩ জনের কোভিড-১৯ (করোনা ভাইরাস) পজেটিভ পাওয়া যায়।
তিনি আরো জানান, এই তিন রোগীর শরীরে কোন উপসর্গ না থাকায় বর্তমানে তাদের হোম আইসোলেশনে রাখা রয়েছে। তবে অবস্থার অবনতি হলে তাদের কাশিয়ানী উপজেলা হেলথ কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে আনা হতে পারে।