গোপালগঞ্জ, কাশিয়ানী প্রতিনিধি, মোঃ ইব্রাহিম মোল্লা:
গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ব্যবসায়ী ও জনসাধারণকে করোনা ভাইরাস প্রতিরোধ সচেতন ও বাজার মনিটরিং করেন।
বৃহস্পতিবার সকাল হতে দুপুর ২:০০ টা পর্যন্ত কাশিয়ানী উপজেলা কাশিয়ানী বাজার, বেলতলা, কাঠামদরবস্তু, ব্যাসপুর, জয়নগর, মাঝিগাতি, বাথানডাঙ্গা, জিকাবাড়ি, সাতাশিয়া, রাজপাট চৌরঙ্গী, রাজপাট, আড়ুয়াকান্দি, রামদিয়া, গোপালপুর, তিলছড়া, ঘোনাপাড়া – মোট ১৬ টি বাজার মনিটরিং করা হয়।
এসময় অনেককেই বিনা কারনে রাস্তায় ও বাজারে বাজারে ঘুরতে দেখা গেছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অনেককে চায়ের দোকানে আড্ডারত অবস্থায় পাওয়া যায়। অনেক মটর সাইকেলে ৩ জন আরোহী দেখতে পাওয়া গেছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ জনস্বার্থে সকলকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার জন্য অনুরোধ করেন এবং সেই সাথে অতীব জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বের না হওয়র পরামর্শ দেন। যদি কেউ বের হয়ে নিষেধাজ্ঞা অমান্য করেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।