আইন-আদালত

কাশিয়ানীতে স্বাস্থ্য বিধি না মানায় ২২ জনকে ১২,০০০ টাকা অর্থদণ্ড

By মেহেরপুর নিউজ

July 08, 2020

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ কাশিয়ানী করোনা ভাইরাসের প্রভাবে  রেড জন চলছে, স্বাস্থ্য প্রাদুর্ভাব ঠেকানো ও স্বাস্থ্যব্যবস্থা স্বাভাবিক রাখতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বর্তমান  করোনা পরিস্থিতিতে সরকারি আদেশ অমান্য করে মাস্ক না পড়ায় গোপালগঞ্জের কাশিয়ানী সদর বাজার সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২ জনকে ১২.০০০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাব্বির আহমেদ এর নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান খান,  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাব্বির আহমেদ বলেন, করোনা পরিস্থিতির কারণে রেড জন চলছে স্বাস্থ্য, করোনা প্রতিরোধে সর্বসাধারণের জন্য মাস্ক ব্যবহারে সরকারের নির্দেশনা রয়েছে। কিন্তু এ নির্দেশনা মানছেন না অনেকেই। তাই করোনা সংক্রমণ রোধে জনসাধারণকে আবশ্যিক ভাবে মাক্স ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে অভিযানে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।