গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ কাশিয়ানী সদর বাজার, বেলতলা, কাঠাম দরবস্ত নতুন বাজার, ব্যাসপুর, জয়নগর, মাঝিগাতি, গেঁড়া খোলা সহ অভিযান পরিচালনা করে মুখে মাস্ক ব্যবহার না করার অপরাধে ৩ ব্যক্তিকে তিন হাজার দুইশত টাকা অর্থ দন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকালে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনী কর্মকর্তা ওয়ারেন্ট অফিসার মোঃ হারুন।
কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আতিকুল ইসলাম বলেন, সরকার করোনা ভাইরাস সংক্রামন রোধে জনসাধরনকে মুখে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করেছেন। সরকারি এই আদেশ অমান্য করে কিছু অসচেতন ব্যক্তি মাস্কবিহীন রাস্তাঘাটে চলাফেলা করেন। এতে করোনা সংক্রমনের ঝুকি বেড়ে যায়। তাই অভিযান পরিচালনা করে মাস্ক ব্যবহার না করার অপরাধে ৩ ব্যক্তিকে তিন হাজার দুইশত টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি জনসাধারণকে মাস্ক ব্যবহার করার জন্য সচেতন করা