করোনাভাইরাস

কাশিয়ানীতে করোনা ভাইরাস প্রতিরোধ সচেতনা বৃদ্ধি ও বাজার মনিটরিং

By মেহেরপুর নিউজ

March 26, 2020

গোপালগঞ্জ, কাশিয়ানী প্রতিনিধি, মোঃ ইব্রাহিম মোল্লা:

গোপালগঞ্জ কাশিয়ানীর  রামদিয়া বাজারে করোনা ভাইরাস প্রতিরোধ সচেতনা বৃদ্ধি ও বাজার মনিটরিং করেন সহকরী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট মিন্টূ বিশ্বাস।

বুধবার  সকাল থেকে রাত পর্যন্ত গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সন্ধা বাজার, গোপালপুর ও রামদিয়া বাজারে করোনা ভাইরাস প্রতিরোধ সাধারণ জনগন, ব্যবসায়ীদের সচেতনা  ও বাজার মনিটরিং করেন তিনি।

এসময় করোনা ভাইরাস প্রতিরোধে ব্যবসায়ীদের করণীয়, পন্যের দাম সহনশীল রাখা, অতিরিক্ত মজুত না রাখা ইত্যাদি বিষয়ে  সকলকে সচেতন করেন। কেউ এই ধরনের অবস্থা সৃষ্টি করতে চাইলে বিক্রেতা-ক্রেতা যেই হোক, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে হুশিয়ারি  করেন।

সেই সাথে  উপজেলায় প্রতিটি বাজারে নিয়মিত মনিটরিং চলমান আছে, ভ্রাম্যমান আদালতও  চলমান আছে এবং থাকবে বলেও সবাইকে সতর্ক করে দেন।

কেউ  অন্যায় পন্থা অবলম্বন করতে চাইলে, বাজারের অস্থিতিশীলতা তৈরি করতে চাইলে স্থানীয় প্রশাসন ও পুলিশকে অবহিত করার জন্য সকলের প্রতি আহবান জানান সহককরী কমিশনার (ভূমি) ও  নির্বাহী ম্যজিস্ট্রেট জনাব মিন্টূ বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা ভাইস চেয়ারম্যান মো. খাজা নেওয়জ ও মো. সাইফুল ইসলাম দুখু।