মেহেরপুর নিউজ, ১৬ এপ্রিল:
আগামিকাল ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনায় অংশ নিতে ডজনখানেক মন্ত্রী-এমপিসহ আওয়ামীলীগের জাতীয় নেতৃবন্দরা মেহেরপুরে যাচ্ছেন। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় ও মেহেরপুর জেলা প্রশাসন। ইতিমধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
কর্মসূচীর মধ্যে রয়েছে- সূর্যোদয়ের সাথে মুজিবনগর স্মৃতি সৌধ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, গার্ড অব অনার প্রদান ও কুচকাওয়াজ অনুষ্ঠান। সকাল ১০ টায় গীতিনাট্য ‘বদলে যাও, বদলে দাও’ শীর্ষক উপস্থাপনা। সকাল পোনে ১১ টায় মুজিবগর দিবস উপলক্ষে মুজিবগনগর আ¤্রকাননের শেখ হাসিনা মঞ্চে আলোচনা সভা।
সাবেক গণপূর্ত মন্ত্রী ইঞ্জি. মোশাররফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য আমির হোসেন আমু এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক এমপি, জনপ্রশাস প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল ¯^পন এমপি, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন। এছাড়াও বেশ কয়েকজন মন্ত্রী ও এমপি এবং মেহেরপুরসহ আশেপাশের জেলা আওয়ামীলীগ নেতৃবন্দরা উপস্থিত থাকবেন।
বিকালে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমেপ্লক্স প্রাঙ্গনে জাতীয় ও স্থানীয় শিল্পিদের পরিবেশনা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।