সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন পরিষদের ২নং (মহাম্মদপুর) ওয়ার্ডের মেম্বার (সদস্য) পদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মেম্বার পদে মাত্র ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন-ওই ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুস সোবহান এর স্ত্রী পলিয়ারা খাতুন ও কামাল হােসেন। পলিয়ারা মােরগ মার্কা ও কামাল হােসেন টিউবওয়েল মার্কা (প্রতীক) নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
গাংনী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,মটমুড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মােট ভােটার সংখ্যা রয়েছে ৬ হাজার,৩শত ৯৭ । এর মধ্যে পুরুষ ভােটার রয়েছে ৩ হাজার ২শত ১৫জন। এবং নারী ভােটার রয়েছে ৩ হাজার ১শত ৮২জন ।
এ নির্বাচনে ২টি কেন্দ্র ও ১৮টি বুথের মাধ্যমে ভােট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে,বৃহস্পতিবার হােগলবাড়ীয়া-মহাম্মদপুর হাজী ভরষ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের ২টি কেন্দ্রের ৯টি নারী বুথ ও ৯টি পুরুষ বুথের মাধ্যমে ভােটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভােটগ্রহণের জন্য ইতােমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ এবং আনসার বাহিনীরা কেন্দ্রে অবস্থান করছে।
নির্বাচনে পুরুষ ভােট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্বে রয়েছেন উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারি প্রকৌশলী আ স ম মাহফুজুর রহমান কল্লােল ও নারী ভােট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্বে রয়েছেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা শাহ আলম।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারী মটমুড়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার আব্দুস সােবহান গরম পানিতে ঝলছে অসুস্থ্য হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সে থেকে এ ওয়ার্ডের মেম্বার পদটি শূন্য হয়। ফলে এ পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে, নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ভােটগ্রহণের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন।