এ সিদ্দিকী শাহিন, গাংনী, ১৭ মে:
মেহেরপুরের গাংনী উপজেলার বিদ্যুৎ বিপর্যয়ের সাথে ফসল সহ ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে এ উপজেলার এক খামারি প্রায় ৪শ’ মুরগি মারা গেছে।
ক্ষতিগ্রস্থ ক্ষামারি উপজেলার করমদী গ্রামের মাঠপাড়ার মোশারফ হোসেন এর ছেলে সাইফুল ইসলাম সাইফ।
তিনি সিঙ্গাপুর থেকে ফিরে নিজে স্বয়ংস্মপূর্ন হওয়ার লক্ষে দেশে ফিরে পোল্ট্রি মুরগীর খামার দেন। ভালই চলছিল তার খামার। জীবনে বেশ উন্নতিও এসেছিল। কিন্তু আকষ্মিক ঝড়ে তার সে স্বপ্ন ভেঙ্গে দেয়।
ক্ষতিগ্রস্থ সাইফ বলেন, আমার ১২ স্কয়ার ফিটের একটি ঘরে ৭শ’ মুরগী পালন করতেন। মুরগীর ওজন ছিল প্রায় দেড় কেজি করে। বুধবারের হঠাৎ ঝড়ে তার খামারের সাড়ে ৪শ’ মুরগী মারা যায়। তার আগে খামার ঘরের টিন উড়ে যায় যার ফলে মুরগী মারা যায় বলে তিনি জনান।
তিনি আরো জানান, খামার গড়ে তুলতে গিয়ে কয়েকটি এনজিওর কাছ থেকে ৩ লক্ষ টাকা ঋন গ্রহন করি। এবং বিভিন্ন পোল্ট্রি ফিড কোম্পানীর কাছেও প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা ঋনী হয়ে আছি।ঝড়ে ক্ষতিগ্রস্থ খামারী সাইফ চারিদিকের ঋনের বোঝা নিয়ে এখন সে দিশেহারা হয়ে পড়েছে।
ক্ষতি গ্রস্থ সাইফ সংশ্লিষ্টদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে সহায়তা কামনা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের মতো ক্ষতিগ্রস্থদের সহায়তার হাত বাড়িয়ে দেন তাহলে একটু ঘুরে দাড়ানো সম্ভব হতো।