মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সকালের দিকে গাংনী উপজেলার রামকৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কাথুলী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক রেজাউল হকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড কামরুল হাসান। জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদাল হক এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ, সদস্য ওমর ফারুক লিটন,রেজাউল হক, আব্দুল আওয়াল, আলফাজ উদ্দিন কালু, মকবুল হোসেন মেঘলা।
পরে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে ফেরদৌস ওবায়দুল বেল্টু সভাপতি এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এ সময় সেখানে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন পতাকা উত্তোলন করেন।