করোনাভাইরাস

করোনা সচতেনতায় দুরত্বসূচক বৃত্ত আঁকলো ‘ভাগবাহ যুব-ঐক্য সংঘ’

By মেহেরপুর নিউজ

April 09, 2020

মেহেরপুর নিউজ:

বর্তমান বিশ্বে করোন ভাইরাস মহামারী আকারে রূপ নিয়েছে। প্রতিদিন কেড়ে নিচ্ছে হাজারো মানুষের প্রাণ। তবে এখন পর্যন্ত এ ভাইরাসের কোন প্রতিষেধক বের না হওয়ায় সচেনতায় একমাত্র উপায় হিসেবে দাঁড়িয়েছে। আর এ লক্ষ্যে বাজারের দোকানগুলোর সামনে দুরত্বসূচক বৃত্ত এঁকেছে খুলনা জেলার কয়রা উপজেলার ভাগবা গ্রামের স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের সংগঠন ‘ভাগবাহ যুব-ঐক্য সংঘ’।

সংগঠনটির সভাপতি মো. ইয়াছিন আরাফাত বলেন, বর্তমান পরিস্থিতে সরকারের একার পক্ষে পরিবেশ নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। এজন্য আমাদেরও উচিত সরকারের পাশে দাঁড়ানো। এ লক্ষ্যে ভাগবা যুব-ঐক্য সংঘের উদ্যোগে বৃহস্পতিবার সকালে ভাগবা পশ্চিম-পাড়া বাজারের সকল দোকানগুলোর সামনে দুরত্বসূচক বৃত্ত আকিঁয়েছি। যাতে বৃত্তের মাঝে দাঁড়িয়ে দুরত্ব বজায় রেখে ক্রেতারা মালামাল ক্রয় করতে পারেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. শুয়াইব সরদার, জিএম রাশেদ খান মিলন ও মো. সুমন গাজী, সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন, মো. আব্দুল কাদের, মো. জুনায়েত ইসলাম, দপ্তর সম্পাদক মো. রাজু ইসলাম, অর্থ-সম্পাদক মো. ফারুক হোসেন, সহ-অর্থ সম্পাদক মো. সাগর হোসেন, প্রচার-সম্পাদক মো. সোলাইমান হোসেন, সহ-প্রচার সম্পাদক মো. ফেরদৌস হোসেন, ক্রীড়া-সম্পাদক মো. মেহেদী হাসান, সহ-ক্রীড়া সম্পাদক মো. কবির হোসেন, পাঠাগার-সম্পাদক মো. বদিউর রহমান, সহ-পাঠাগার সম্পাদক মো. ইমরান সরদার, যোগাযোগ-বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. শরিফুল ইসলাম ও সহ-অ্যাপায়ন বিষয়ক সম্পাদক মো. রিয়াজুল ইসলাম এবং সংগঠনটির উপদেষ্টা জিএম ইমরান হোসেন।