করোনাভাইরাস

করোনা সংক্রমণ প্রতিরোধে মানুষকে মাস্ক পরিধানে উদ্বুদ্ধকরণ অভিযান

By মেহেরপুর নিউজ

November 07, 2020

মেহেরপুর নিউজ:

‘আসুন সবাই মাস্ক পরি, করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষা করি’-এ শ্লোগানকে সামনে রেখে শনি  বিকালে চলমান করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক বিতরণ ও মানুষকে মাস্ক পরিধানে উদ্বুদ্ধকরণ ও জন সচেতনতামূলক প্রচারণা চালায় মেহেরপুর জেলা পুলিশ। এ কার্যক্রমে তারা মেহেরপুর হোটেল বাজার মোড় ও কোর্ট মোড়ে পথচারীদের মাঝে এ প্রচারণা চালান।

এ সময় যে সব পথচারী মাস্ক পরেন নাই তাদেরকে মাস্ক পরতে ও সামাজিক দূরত্ব বজায় রাখা সহ সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন জেলা পুলিশের প্রচারণা টিম। এ ছাড়াও মাস্ক বিহীন পথচারীদেরকে জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক পরিয়ে দেয়া হয়। করোনাভাইরাস শুরু থেকে মেহেরপুর জেলা পুলিশ এ সচেতনতামূলক প্রচারণা অভিযান অব্যাহত রেখেছে।

জেলা পুলিশের প্রচারণা টিমের পক্ষ থেকে জানানো হয় করোনা সংক্রমণ রোধে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।