তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে করোনা ভাইরাস প্রতিরোধে গাংনী থানা পুলিশ মাস্ক বিতরণ করেছেন। শুক্রবার দুপুর ১২ টার দিকে গাংনী বাসষ্ট্যান্ড এলাকায় এ মাস্ক বিতরণ করা হয়।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমানের নেতৃত্বে মাস্ক বিতরণ কর্মসূচি পরিচালিত হয়। প্রায় ২০০ জনের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, করোনা ভাইরাস প্রতিরোধে প্রত্যেককে অবশ্যই মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে।
গাংনী থানা পুলিশ মাস্ক ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে ইউপি চেয়ারম্যানদের সহযোগিতায় জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করার আশাবাদ ব্যক্ত করেন। মাস্ক ব্যবহার নিশ্চিত করণে গাংনী থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করবেন বলেও জানান তিনি। এ সময় গাংনী থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম, এস আই জহিরউদ্দিনসহ অন্যান্য এস আই, এ এস আই এবং কনস্টেবলবৃন্দ উপস্থিত ছিলেন।