গাংনী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, দিলারা রহমান:
করোনার বিভীষিকা নিয়ন্ত্রনের জন্য গত ২৬মার্চ হতে সরকারি ছুটি শুরু হয়। জনসমাগম সীমিত করার লক্ষে সকল চা দোকান বন্ধ করা হয়, অটো চালকদের ঘর হতে বের হতে নিষেধ করা হয়।এভাবে সকল শ্রেণীর মানুষকে ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়।
হঠাৎ এমন সিদ্ধান্তের জন্য হয়তো অনেকেই প্রস্তুত ছিলো না। বিশেষত যারা স্বল্প আয়ের জীবন যাপন করেন তারা বিচলিত হয়ে পড়েন।
কিভাবে তার সন্তানদের অন্নের সংস্হান করবেন???? কিন্তু আল্লাহর রহমত, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, জেলা প্রশাসক স্যারের উদ্যোগ, জনপ্রতিনিধিবৃন্দের আন্তরিকতা এবং সকলের প্রচেষ্টায় আমরা প্রতিনিয়ত পর্যাপ্ত সরকারি খাদ্য সহায়তা পাচ্ছি।
গাংনী উপজেলার এমপি, উপজেলা চেয়ারম্যান এবং মেয়র মহোদয়, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানবৃন্দ এর মাঝে সমস্ত সরকারি বরাদ্দ তাৎক্ষণিক বন্টন করে দেওয়া হচ্ছে। তাঁদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে সরকারি ত্রাণ।
১ম বরাদ্দঃ ২৯ মার্চ তারিখে ১৫.০০ মেট্রিকটন খাদ্যশস্য এবং ১,৭২,৫০০ টাকা বরাদ্দ আসে। পরিবার প্রতি ১০ কেজি চাল এবং ১১৫ টাকা দিয়ে হাফ কেজি ডাল, হাফ লিটার তেল এবং বরাদ্দ অতিরিক্ত ২ কেজি আলু দেওয়া হয়।
২য় বরাদ্দঃ ০২ এপ্রিল তারিখে বিভিন্ন পরিবহন চালকগণের জন্য ১৫ মেট্রিকটন খাদ্যশস্য ১,০০০ পরিবারের জন্য বরাদ্দ করা হয়। পরিবার প্রতি ১৫ কেজি চাল প্রদান করা হয়।
অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ২.২৫০ মে.টন খাদ্যশস্য ১৫০টি পরিবারের জন্য বরাদ্দ দেওয়া হয়। পরিবার প্রতি ১৫ কেজি চাল প্রদান করা হয়।
করোনার কারণে ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের জন্য ১০ মে.টন খাদ্যশস্য এবং ১ লক্ষ ৫০হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। পরিবার প্রতি ১০ কেজি চাল,২ কেজি আলু, হাফ কেজি ডাল,১ কেজি লবণ, ১টি সাবান প্রদান করা হয়।
৩য় বরাদ্দঃ ০৬ এপ্রিল তারিখে ৫৫০ জন অটো রিকসা এবং দেশীয় যান চালকের জন্য ৮.২৫০ মে.টন খাদ্য শস্য বরাদ্দ দেওয়া হয়। পরিবার প্রতি ১৫ কেজি চাল প্রদান করা হয়।
৪র্থ বরাদ্দঃ ০৮এপ্রিল তারিখে ২ হাজার পরিবারের জন্য ২০.০০ মে.টন খাদ্যশস্য এবং ২ লক্ষ ২০হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এক্ষেত্রে, পরিবার প্রতি ১০ কেজি চাল এবং ১১০ টাকা প্রদান করা হবে।
৫ম বরাদ্দঃ ০৯ এপ্রিল তারিখে ১ হাজার ৭ শ ২০ মে.টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয় আবাসন আশ্রয়ণ, গুচ্ছগ্রামের ১৭২ টি পরিবারকে।এখানে পরিবার প্রতি ১০ কেজি করে চাল প্রদান করা হবে।
যারা ব্যক্তিগত এবং বেসরকারি উদ্যোগে খাদ্য সহায়তা দিচ্ছেন তাদের মাস্টর রোল ইউ.এন.ও অফিসে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। কারণ একই ব্যক্তি বারবার সুবিধা পাচ্ছে, কিন্তু অন্য জন বারবার বঞ্চিত থেকে যাচ্ছে এমনটি যেন না হয়।
সুতরাং, প্রিয় গাংনীবাসী আপনারা বিচলিত হবেন না আমাদের পর্যাপ্ত সরকারি ত্রাণ আসছে যা যথাসময়ে আপনাদের কাছে পর্যায়ক্রমে পৌঁছে যাবে। ত্রাণ সহায়তা কার্যক্রম চলমান থাকবে।