করোনাভাইরাস

করোনা অক্রান্ত হয়ে মারা গেলেন মেহেরপুরের বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লালা

By মেহেরপুর নিউজ

March 25, 2021

মেহেরপুর নিউজ:

গত রাত আনুমানিক রাত ৩: ১০ মিনিটে শেখ রাসেল গ্যসেট্রালিভার ইনিস্টিটিউট ও হাসপাতা মহাখালী ঢাকাতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।

তাঁর পারিবরিক সূত্রে জানা যায় গত ২৩ তারিখ মংগলবার ধানমন্ডি ইডেন মাল্টিকেয়ার হাসপাতালে কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট পাওয়া যায় বুধবার অবস্থার অবনতি হলে তাকে শেখ রাসেল গ্যসেট্রালিভার ইনিস্টিটিউট নেওয়া হয় সেখানে লাইফ সাপোর্টে থাকাকালীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মরহুমের নামাজে জানাজা মহম্মদপুর সাত মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।  আজ সকাল ১১টায় বীরমুক্তিযোদ্ধাকে মহম্মদপুর ঢাকা প্রশাসন রাষ্ট্রীয়মর্যদা প্রদান করে মহম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। তিনি মুক্তিযুদ্ধের ৮নংসেক্টরের সেক্টর কমান্ডার মেজর এম মঞ্জুরের অধীন মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন।

তাঁর যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণে জানা যায় তিনি বৈদ্যনাথতলা (মুজিবনগর) এবং চুয়াডাঙ্গা মেহেরপুর সংযোগ ব্রীজটি তিনি নিজ হাতে ধ্বংস করেন। মরহুম তার স্ত্রী ও সুযোগ্য দ্ইু কন্যা মেহেরপুর এবং ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে অগণিত সহযোগী বীরমুক্তিযোদ্ধদের রেখে গেলেন।