করোনাভাইরাস

করোনায় মারা যাওয়া হামিদুলের লাশ ধোয়ানোর কাজে এলাকাবাসীর বাঁধা,স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ

By Enayet Akram

July 18, 2020

মেহেরপুর নিউজ, ১৮ জুলাই: করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া কৃষক হামিদুলের লাশ উন্মুক্ত স্থানে ধোয়ানোর কাজে বাঁধা দিয়েছেন এলাকাবাসী। তারা লাশ ধোয়ানো ও দাফনে স্বাস্থবিধি মানা হচ্ছেনা বলেও মেহেরপুর নিউজের কাছে অভিযোগ করেন।

গতকাল শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শহরের এশিয়ানেট মোড় (মন্ডল পাড়া) এলাকার বাসিন্দা কৃষক হামিদুল।

এলাকাবাসী বলছে, লাশ দাফনের ক্ষেত্রে তাদের কোন আপত্তি নেই, তবে লাশ এভাবে উন্মুক্ত স্থানে ধোয়ানো যাবেনা। স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্টস্থানে লাশ ধোয়ানোর কাজ করতে হবে। আমরা এ ব্যাপারে পৌর মেয়র ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছি।

জানা যায়, আজ শনিবার সকালে হামিদুলের মরদেহ পরিবারের লোকজন ধোয়ানো ও দাফনের জন্য শেখ পাড়া কবরস্থানে নিয়ে যায়। কবরস্থানের সামনে উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি না মেনে মরদেহ ধোয়ানার চেষ্টাকালে এলাকাবাসী বাঁধা দেয়।