এক ঝলক

করোনায় বাংলাদেশে প্রথম মৃত্যু

By Enayet Akram

March 18, 2020

ডেস্ক রিপোর্ট, ১৮ মার্চ:

করোনায় বাংলাদেশে প্রথম একজনের মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ আইইডিসিআর-এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে কোনো ব্যক্তির মৃত্যু হলো।

আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলনে তিনি জানান, যিনি মারা গেছেন তার বয়স ৭০ এর বেশি। তিনি ফুসফুস, কিডনি, হৃদপিন্ডের সমস্যায় ভুগছিলেন।

তিনি বিদেশফেরত স্বজনের সংস্পর্শে এসেছিলেন বলেও আইইডিসিআর-এর পরিচালক জানান।