ঢাকা অফিস, ১৫ জুন:
সিলেট সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বর্ষীয়ান রাজনীতিক বদরউদ্দিন আহমদ কামরান আর নেই। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তার মরাদেহ সিলেটে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সাবেক মেয়র কামরানের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, ৫ জুন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করার পর করোনা পজিটিভ শনাক্ত হন সাবেক মেয়র কামরান। ৭ জুন দুপুরের দিকে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। এরপর থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন ছিলেন তিনি। করোনাভাইরাস ছাড়াও কামরানের ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যা রয়েছে বলেও জানিয়েছিলেন চিকিৎসকরা।
মরদেহ সিলেটে পৌঁছানোর পর তা নেওয়া হবে শহরে ছড়ারপাড় এলাকায় অবস্থিত কামরানের নিজ বাসভবনে। বাসার পাশে ছড়ারপাড় জামে মসজিদের সামনে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে জানাজা হবে। এরপর মানিকপীর গোরস্তানে বাবা-মায়ের কবরের পাশে লাশ দাফন করা হবে। এর আগে গোরস্থানে সীমিত পরিসরে তাঁর সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হবে।