মেহেরপুর জেলা নতুন করে ১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত বর্তমানে ১৫ জন।
মেহেরপুরের সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান, সোমবার রাতে মোট ১৩ জনের নমুনার রেজাল্ট পাওয়া গেছে। এরমধ্যে ১ জনের রেজাল্ট করোনা পজেটিভ। অবশিষ্ট ১২ জনের রেজাল্ট নেগেটিভ। আক্রান্তদের মধ্যে ১ জনই উপজেলার বাসিন্দা।
মেহেরপুরের সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন আরো জানান, মেহেরপুর জেলায় বর্তমানে ১৫ জন করোনাভাইরাস পজিটিভ রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৬ জন, গাংনী উপজেলায় ৩ জন ও মুজিবনগর উপজেলায় ৬ জন। ইতিমধ্যে জেলায় ৬২৭ জন সুস্থ হয়েছেন এবং ১৬ জন মৃত্যুবরণ করেছেন।
সবাই সামাজিক দূরত্ব মেনে , নিয়মিত সাবান -পানি দিয়ে হাত ধোবার অভ্যাস বজায় রাখা সহ মাস্ক ব্যাবহার, জন সমাগম এড়িয়ে এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার মেনে চলা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন সিভিল সার্জন।