—-নাদিম মাহমুদ———
জীবন অনেক সুন্দর, জীবনে ঘুরে আসে অনেক সুন্দর দিন যা ধর্মীয় অনুষ্ঠানে প্রভাব বিস্তার করে, আমাদের মুসলিম সম্প্রদায়ে প্রতিবছর পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহা এক অনাবিল আনন্দঘন উৎসবের আমেজ নিয়ে আসে, ঠিক তেমনি পবিত্র রমজানের পরে আসছে খুশির ঈদ কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা দুর্লভ!
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে সব কিছুতে বিপর্যয় ঘটেছে, করোনা মোকাবেলায় এবং বিস্তার রোধে সামাজিক দূরত্ব, হোমকোয়ারান্টাইন এবং লকডাউন নিশ্চিতকরণে যে সকল পদক্ষেপ গৃহিত হয়েছে সর্বত্র তার প্রত্যক্ষ প্রভাব পড়েছে, কর্মহীন হয়ে পড়েছে প্রায় সকল মানুষ, কর্মহীন অসহায় মানুষদের ঘরে ঘরে খাবার পৌছে দিচ্ছে সরকার, বিভিন্ন সেচ্ছাসেবক সংস্থা ও সমাজের মহান ব্যাক্তিগণ এসব কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়িয়েছেন।
মানুষ মানুষের জন্য
এই বাক্য এখন বেশি প্রামাণ্যচিত্র।অপরপাশে দরজায় কড়া নাড়ছে ঈদ , কর্মহীন মানুষের জীবনে ঈদ যেন কাল হয়ে দাড়িয়েছে, লোকজন প্রতিবছর বাড়ির সকলের জন্য নতুন জামা-কাপড় এবং যথাসাধ্য ভালো মানের খাবারের আয়োজন করে কিন্তু এই পরিস্থিতিতে সে আশা মাটি হয়েছে, দুর্দিনে দুবেলা খাবার পাচ্ছে না তাদের আবার নতুন পোশাক আর ঈদ কিভাবে হবে, মধ্যবিত্ত নিম্নবিত্ত সবাই এক সাড়িতে দাড়িয়েছে, ঈদে প্রিয় বাবা-মা, স্ত্রী সন্তানদের নতুন পোশাক ভালো খাবার যোগাড় না করার দুঃখ কষ্টে জর্জরিত,ছোট ছোট শিশু, বাচ্ছারা দুধের অভাবে ভুগছে অনেক বাবা মা না খেয়ে দিন কাটাচ্ছে, সেহরি আর ইফাতারে ব্যাবস্থা করতে পারছে না প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের সবাই প্রত্যাশিত ঈদ থেকে বঞ্চিত, প্রতিবছর লাল পাঞ্জাবি, লাল ফতুয়া আর লাল জামার আনন্দ এবার আর খুজে পাওয়া যাবে না, ঈদের হাসি যেন চলেগেছে৷
উচ্চবিত্ত মানুষেরা সব সুযোগ পেলেও ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবে না, ঈদ যেন ছুটি নিয়েছে।বিশ্বব্যাপি মৃত্যুর মিছিলে ঈদ আনন্দ দীর্ঘ ছুটিতে, চারিদিকের নিস্তব্ধতা বিদীর্ণ পরিবেশ প্রভাবিত করেছে ঈদ আনন্দকে, বেচে থাকার প্রচেষ্টাই মুখ্য, ইতিহাস বলে ভেঙেপড়া অর্থনীতি যতবার সমাজের গায়ে আঁচড় দিয়েছে।
যতবার দেওয়ালে পিঠ ঠেকেছে মানুষের ততবারই বিপুল পরিবর্তন ঘটেছে সমাজে, পরিবর্তন এসেছে, আমাদের সামাজিক জীবনে পারিবারিক জীবনে যা পুরো ব্যাহত করছে ঈদ আনন্দকে, ঈদ মানে আনন্দ এই কথাটি পুরোনো, ঈদ আনন্দ বিসর্জনের পাতায় নেই কোন আনন্দ উল্লাসের অজস্র মানুষের কথোপকথন, করোনার প্রভাবে অতৃপ্তির আর্তনাদ! থেমে গেছে জীবন থমকে গেছে ঈদের আনন্দ,। পুরোদেশ দেশের মানুষ যেন একসাথে থমকে গেছে।
দীর্ঘতর এই করোনার প্রভাবটা মুলত ঈদ কে বাধাগ্রস্ত করে তুলছে, সব কিছু একটা ছাপ পড়েছে যা বেদনাকাতর।
এই করোনাভাইরাস যেমনভাবে আক্রমণ করেছে তেমনিভাবে বদলিয়ে দিয়েছে, মানুষ যেন তাদের সীমা বুঝতে পারে এবং নতুনভাবে নিজেদের জীবনকে গড়ে তুলে এই প্রত্যাশা আসন্ন ঈদে।
আল্লাহর কাছে এখন প্রার্থনা দেশের কোটি কোটি মানুষের ভিড়ে উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত সকলের মাঝে ঈদ আসুন আনন্দের বার্তা নিয়ে, ঈদের আনন্দ তবুও ছুয়ে যাক সবাইকে, ঈদ মোবারক
লেখকঃ স্টুডেন্ট – কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা