মেহেরপুর নিউজ,২৫ জুন: “গুজবে কান দিবেন না, নিজে গুজব ছড়াবেন না। করোনা আক্রান্ত বা মৃত ব্যক্তি ও তাঁর পরিবারের প্রতি সহানুভূতিশীল ও মানবিক আচরণ করুন” এই মানবিক আবেদনের মধ্য দিয়ে করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জেলাব্যাপী প্রচারণা চালাচ্ছে জেলা তথ্য অফিস।
আজ বৃহস্পতিবার সকাল থেকে মেহেরপুর জেলা তথ্য অফিস জেলার প্রধান সড়কসহ জনসমাগম বেশি এমনস্থানে করোনা প্রার্দুভাব রোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণা শুরু করে।
জেলা তথ্য অফিসের পক্ষ থেকে সকলকে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়।