কবির মানসকন্য – রাসেল ইনাম শিমুল
এ কোন মায়াবিনী, এ কোন নন্দিনী। এ দৃষ্টিগ্রাহ্য কল্পনাতীত এক লালিত্য কামিনী। এ যেন মেঘদূত কাব্যর যক্ষের প্রিয়া। এ যেন কবির কল্পনায় এলো বিরহ নিয়া। এ যেন বৈষ্ণব পদাবলীর সপ্নদষ্ট্রা রাধা। কৃষ্ণ বিহিন তাহারে পাওয়া চিরন্তন বাধা। তাহার সমিপে হার মানিবে আলাওলের পদ্মাবতী। মায়াবী সেই তনয়া ছিল অসহনীয় রুপবতী। বাকানো ওই লোচন দুটোর দৃষ্টি এতই প্রখর। সুচালু ওই দুটি ভুরু রং তুলিরই আচর। কৃষ্ণবর্ণ দীর্ঘ কেশে মেঘ নেমেছে আজ। মুখচন্দ্রিকায় বিজলী চমকায় ধ্বনিত হয়না বাজ। টিয়া পখির ঠোটের মত দেখতে তাহার নাসা। গোলাপি সেই ওষ্ঠ খানিতে ছিল মধু ভাসা। কালো কেশে আবৃত তাহার দুটি কর্ণ। গোলাপ, জবা গুজে দিলে লাগেনা কর্ণভূষণ স্বর্ণ। অপূর্ব এই ধরিত্রীর মাঝে কবির দৃষ্টিতে সেইতো ছিল অরণ্য। এটাই ভেবে অস্থির কবি কিভাবে করবে তাকে বরণ্য।