মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ আগস্ট: কপালের জোরে অপহরন হওয়ার পরও অপহরক দলের হাত থেকে বেঁচে এসেছে মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের মুনসুর আলীর মেয়ে হাড়াভাঙ্গা ডি এইচ সিনিয়র ফাজিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী সোনিয়া। বর্তমানে সে মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার মৃত হানিফ সেখের ছেলে মনোয়ার হোসেনের বাড়িতে রয়েছে। মঙ্গলবার বিকেলে তাদের বাড়ির পাশে চাচার বাড়ি যাওয়ার পথে তাকে অপহরণ করে অপহরন দলের সদস্যরা। চেতনানাশক পানীয় খাইয়ে তাকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়। উদ্ধার হওয়া সোনিয়া জানায় মেহেরপুর নিউজের প্রতিনিধিকে বলেন, তার নাম সোনিয়া, বাবার নাম মুনসুর আলী, মায়ের নাম লাভলি। বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে। মঙ্গলবার বিকেলে সে তাদের বাড়ির পাশের চাচা আতিয়ারের বাড়িতে যাচ্ছিল। এ সময় অপরিচিত একটি লোক তার নাম পরিচয় জানতে চেয়ে আলাপ শুরু করে। এক পর্যায়ে সে তাকে তার ফুপুর বাড়ি কামারখালি বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে একটি ছোট বোতলের পানিয় পান করতে দেয়। সেটা খাওয়ার কিছুক্ষণ পর সে অচেতন হয়ে পড়ে। গভীর রাতে জ্ঞান ফিরে পেয়ে দেখে অপরিচিত একটি বাড়িতে রয়েছে সে। সেখানকার কাউকে সে চেনে না। পরদিন বুধবার সকালে ঐ বাড়ির এক মহিলা তার হাতে ৬০ টি টাকা দিয়ে মেহেরপুরগামী একটি বাসে তুলে দেয়। এ সময় তাকে যে নিয়ে গিয়েছিল সে এবং অন্য কোন পুরুষ মানুষ বাড়িতে ছিল না। সকাল সাড়ে দশটার দিকে মেহেরপুর বাসষ্ট্যান্ডে নামে সে। এরপর কিছু চিনতে না পেরে কান্নাকাটি শুরু করে। এ সময় মেহেরপুর মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস তাকে উদ্ধার করে মটর শ্রমিক মনোয়ারের হেফাজতে রাখে। মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস মেহেরপুর নিউজকে বলেন, মেয়েটিকে উদ্ধার করা হয় তখন সে স্বাভাবিক ভাবে কথা বলতে পারছিল না। তাকে অসুস্থ মনে হচ্ছিল। মনে হয় তাকে কিছু খাওয়ানো হয়েছিল। বিষয়টি তিনি মেহেরপুর সদর থানার ওসিকে অবগত করেছেন বলেও জানান মেহেরপুর সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। হেফাজতকারীকে তার অভিভাবকে খুঁজে দেখতে বলেছেন। পাওয়া না গেলে তাকে থানা হেফাজতে নেয়া হবে।