মেহেরপুর নিউজ: মেহেরপুর কৃষি প্রধান এলাকা। সবজি চাষের জন্য মেহেরপুরের সুনাম রয়েছে। মেহেরপুর সবজি স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকায় বাজারে রফতানি হয়ে থাকে।
মেহেরপুর সবজির বাজারে এক সপ্তাহের ব্যবধানে পাইকারী বাজারে ঝাল,পিয়াজ রসুন সহ শীতের আগাম সবজি‘র দাম কিছুটা কমলেও খুচরা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে।
গত সপ্তহে পিয়াজ পাইকারী ৬৫ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে ৫৮-৬০ টাকা, কাচাঁ ঝাল ৩৫ টাকা থেকে কমে ২৪-২৬ টাকা, রসুন ১৬০ টাকা থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে খুচরা বাজারে এখনো দাম কমেনি।
পাইকারী বাজারে পটল ২২-২৩ টাকা, কচু ৪৫-৪৮ টাকা, বেগুন ২০-২২ টাকা, আলু ১৫-১৬টাকা পেঁপে ৬-৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে খুচরা বাজারে কিনতে গেলে ক্রেতাদের নাভিস্বাশ হয়ে উঠছে। বর্তমানে বাজারে পেঁপে সব চেয়ে কম মূল্যের আর কচু বেশী মূল্যের তরকারী।
মেহেরপুরের বড় বাজারের এক খুচরা ব্যবসায়ী মেহেরপুর নিউজকে জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর মেহেরপুর জেলায় কচুর চাষ কম হওয়া এবং দেশের অন্য জেলায় বন্যার পনিতে ডুবে যাওয়ার কারনে উৎপাদন কম হয়েছে তাই মেহেরপুরে কচুর দাম বেশী। মেহেরপুরের মাছ, মাংশ‘র বাজারে খোঁজ নিয়ে জানাযায়, বাজারে মাছ, মুরগী সহ অন্যান্য মাংশ আগের দামে বিক্রি হচ্ছে।