মেহেরপুর নিউজ, ৩১ অক্টোবর: মেহেরপুরের জেলা প্রশাসক মো আতাউল গনি বলেছেন, অন্যন্য শিক্ষার পাশাপাশি বর্তমান সরকার কওমী মাদ্রাসার প্রতি সমান গুরত্ব দিচ্ছেন। তাই আপনাদের উচিত হবে শিক্ষাথিদের সঠিক শিক্ষা দেওয়া। জেলা প্রশাসক বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলার কওমী মাদ্রাসার প্রধানদের সাথে মত বিনিময় সভায় এসকল কথা বলেন। জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার শাহিন আখতার, সুপার হাফিজুর রহমান, ইয়ারুল ইসলাম, আবু বক্কর, শরিফুল ইসলাম, মাকছুদুর রহমান, ফারুক হুসাইন প্রমুখ।