মেহেরপুর নিউজ:
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে জাগ্রত করার লক্ষ্যে ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকা রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণ দেন, যে ভাষণ বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের চেতনা ও সাহস জুগিয়েছিল।
বঙ্গবন্ধুর ৭ মার্চের সেই ভাষণ কে স্মরণ করে মেহেরপুর জেলা আওয়ামীলীগ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে। সভায় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে মেহেরপুর জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক শাশ্বত নিপ্পন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলার চেয়ারম্যান এম এ খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর -২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বাবলু বিশ্বাস, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শরফরাজ হোসেন মৃদুল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোখলেসুর রহমান খোকন, মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রব বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সদস্য শামীমআরা হিরা, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী মাস্টার,দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুস্তাকিম হক কমান্ডার, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, বাড়াদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম, মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি সামিউল বশিরা পলি, মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সালাম বাঁধন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শতবর্ষ উদযাপন করে উদাহরণ সৃষ্টি করবো, বঙ্গবন্ধুর শতবার্ষিকী উদযাপনে বাংলাদেশের বিশাল পরিবর্তন আসবে, শতবার্ষিকী উদযাপনই হবে দুর্নীতিমুক্ত উন্নয়নের টার্নিং পয়েন্ট। অনুষ্ঠানের সভাপতি আব্দুল হালিম সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।