মেহেরপুর নিউজ:
মেহেরপুরে এবার ফিতরা নির্ধারণ করা হয়েছে ৯০ টাকা। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর নূরানী মসজিদে মেহেরপুর জেলা ওলামা পরিষদের আলোচনা সভায় জনপ্রতির ফিতরা ধার্য করা হয় ৯০ টাকা।
মেহেরপুর জেলা ওলামা পরিষদের সভাপতি জামিয়া ইসলামিয়া মেহেরপুরের পরিচালক মুফতি হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাড়াদি মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার ইমাম মাওলানা শফিকুল ইসলাম, মেহেরপুর নূরানী মাদ্রাসার ইমাম মাওলানা ইয়ারুল ইসলাম, শিক্ষক মাওলানা শাহ আলম, মুফতি সাদিকুর রহমান, মুফতি হোসাইন, মুফতি নুরুল ইসলাম, মুফতি আব্দুর রাজ্জাক, জাবের হোসাইন, মুফতি জসিম উদ্দীন, মুফতি আতাউল্লাহ, ওমর ফারুক, মিনারুল ইসলাম, হাসানুজ্জামান প্রমূখ।
দেশের সংগৃহীত আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের বাজারমূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে।
নিসাব পরিমাণ মালের মালিক হলে মুসলমান নারী-পুরুষের সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। ঈদের নামাজে যাওয়ার আগেই ফিতরা আদায় করতে হয়।