কৃষি সমাচার

এ আবার কেমন শত্রুতা

By মেহেরপুর নিউজ

August 23, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের রাজাপুর গুচ্ছগ্রাম মাঠে কপির চারা, কলাগাছ কেটে তসরুপ করার পাশাপাশি শ্যালো মেশিন তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রবিবার দিবাগত রাতের কোনো এক সময় রাজাপুর গুচ্ছগ্রাম খরের মাঠে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। জানা গেছে মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের সোহরাব হোসেনের ছেলে শিপন আলী সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাজাপুর গুচ্ছগ্রামের ভনা নামের এক ব্যক্তির নিকট থেকে আড়াই লক্ষ টাকায় ৩ বছরের চুক্তিতে জমি লিজ নিয়ে চাষ করে আসছিল। চুক্তি অনুযায়ী চলতি মৌসুমে তার জমির মেয়াদ শেষ হওয়ার কথা। এর আগে ওই জমিতে কপি লাগানোর জন্য কপির বীজ বপন করেন।

মঙ্গলবার ওই চারা তুলে জমিতে লাগানোর কথা ছিল, কিন্তু তার আগেই দুর্বৃত্তরা রাতের আঁধারে অভিযান চালিয়ে কয়েক লক্ষ চারা কেটে বিনষ্ট করে ফেলে রেখে গেছে। একই সঙ্গে তার পাশে লাগানো কিছু কলার গাছ কেটে ফেলে এবং একটি শ্যালো মেশিন নিয়ে চলে যায।সোমবার সকালে শিপন জমিতে এসে কপির চারার এই দশা দেখে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন রাজাপুরে কালু নামের এক ব্যক্তির সঙ্গে তার বিরোধ চলে আসছিল। এবং কালু হুমকি দিয়েছিল। তিনি বলেন আগামীকালকে এ চারা লাগানোর কথা, তার আগের দিন সমস্ত কপির চারা কেটে তসরুপ করেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।