বর্তমান পরিপ্রেক্ষিত

এস আর টেলিকমে চুরির অভিযোগে লিটন চক্তবর্তী রিমান্ডে

By মেহেরপুর নিউজ

July 17, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর মহিলা কলেজ মোড়ে বাদল- ফেন্সি মার্কেটের এস আর টেলিকমে দুঃসাহসিক চুরির ঘটনার ৭ দিনের মাথায় চুরির সাথে জড়িত আব্দুল্লাহ আল মারুফ, সাকিব হাসান মুরাদ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন। একই সাথে আটক লিটন চক্তবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়েছেন।

বুধবার বিকালে মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনার আটক আব্দুল্লাহ আল মারুফ,সাকিব হাসান মুরাদ লিটন চক্তবর্তীকে আদালতে নেওয়া হলে দুই ভাই আব্দুল্লাহ আল মারুফ,সাকিব হাসান মুরাদ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেন।মামলায় আটক অপর আসামি লিটন চক্তবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছেন।

গত ৭ জুলাই সকালে মেহেরপুর মহিলা কলেজ মোড়ে বাদল- ফেন্সি মার্কেটের এস আর টেলিকমে দুঃসাহসিক চুরির ঘটনার পর মেহেরপুর ডিবি পুলিশের ওসি সাইফুল আলমের নেতৃত্বে টানা ৬ দিনের অভিযান শেষে চট্টগ্রাম থেকে ওই তিন আসামীকে আটক করা হয়।