মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ ডিসেম্বর: ডা. কাজল আলীকে সভাপতি ও ব্যবসায়ী আরিফুর রহমান জনিকে সাধারন সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৭ ব্যাচের কমিটি গঠন করা হয়েছে। শনিবার মেহেরপুর কমিউনিটি হল গেষ্ট হাউসে এ কমিটি গঠন করা হয়। ডা. কাজল আলীর সভাপতিত্বে এ সময় সেখানে বক্তব্য রাখেন মাহমুদুল হাসান চঞ্চল, সাদরুল ইসলাম নাহিদ, আশেক খান, আরিফুর রহমান জনি, ইয়াদুল মোমিন, রাশেদুজ্জামান প্রদীপ, রেজওয়ান আহমেদ রুমী প্রমুখ। পরে কমিটির সদস্যদের নাম ঘোসনা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলো সহ-সভাপতি ডা. আবুল কাশেম, হাসান আলী মামুন, মাহমুদুল হাসান চঞ্চল, আবু হাসনাত আফরোজ, মাসুদ সামস আল দিন সুমন, সহ-সাধারন সম্পাদক ইয়াদুল মোমিন, রাশেদুজ্জামান প্রদীপ, সাংগাঠনিক সম্পাদক সাদরুল ইসলাম নাহিদ, সহ-সাংগাঠনিক সম্পাদক আব্দুল ওয়ালী রাজা ,জালাল উদ্দিন, প্রচার সম্পাদক আশেক খান, সহ-প্রচার সম্পাদক শাহিন বিশ্বাস, অর্থ সম্পাদক ইব্রাহীম হাসান হিমু, দপ্তর সম্পাদক নাহিদ রেজা, ক্রীড়া ও অাপ্যায়ন সম্পাদক সাদিক ওয়াহিদ নিয়ন, সাংস্কৃতিক সম্পাদক অনুপ কুমার বিশ্বাস, সদস্য কামরুজ্জামান সোহেল, রেজওয়ান আহমেদ রুমী, মিনারুল ইসলাম, মাহফুজ মুন্না, সাগর আহমেদ, খুরশিদ আলম, মারুফ আহমেদ লিংকন, আনারুল ইসলাম রানা, হিজবুল বাহার ও দেবব্রত ভট্টাচার্য পিকলু। নতুন কমিটি গঠন হওয়ার পর এক প্রতিক্রীয়ায় কমিটির নতুন সদস্যরা আগামী ফেব্রুয়ারী মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এসএসসি ৯৭ ব্যাচের স্বরণীকা ও ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করার প্রত্যয় ঘোষনা করেন।