বর্তমান পরিপ্রেক্ষিত

এসএসসি ২০১৮ ব্যাচের উদ্যোগে নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

By Meherpur News

April 04, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি ২০১৮ ব্যাচের উদ্যোগে নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সন্ধাায় মেহেরপুর শহীদ শামসুদ্দোহা নগর উদ্যানে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৮ ব্যাচের মোট চারটি দল অংশগ্রহণ করে।

মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৮ ব্যাচের মারুফ হোসেন পনির, সুরুজ খান, সাকলাইন মুস্তাক সাব্বির, হিজল করিম, সাজিদ হাসান সজল, তানজিম, সাকিব,সাইদ,শান্ত, ফাহাদ,রাকিব,স্বপ্নীল,আকাশ প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।