মেহেরপুর নিউজ:
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ১০০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৪ জন, ১১৪ জন শিক্ষার্থী।
এ ছাড়া মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ৯৭ দশমিক ৫৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৩ জন, ২৮৩ জন শিক্ষার্থী, পাশ করেছে ২৩৭ জন। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯৪ দশমিক ০৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১ জন, ২৫৮ জন শিক্ষার্থী, পাশ করেছে ২৩৯ জন। বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয় ৯৯ জন, পাশ করেছে ৯০ জন, পাশের হার ৯০দশমিক ৯০ শতাংশ। আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ১৩৮ জন, ৪ জন জিপিএ-৫ সহ পাশ করেছে ১২৫ জন, পাশের হার ৯০দশমিক ৯০শতাংশ। হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ জন, পাশ করেছে ৪৬ জন, পাশের হার ৯০ শতাংশ। কামদেপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৫৫ জন, পাশ করেছে ৩২ জন, পাশের হার ৫৮ দশমিক ১৮শতাংশ। ,বর্শিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫ জন, ১ জন জিপিএ-৫ সহ পাশ করেছে ৩০ জন, পাশের হার ৮৮ দশমিক ৭১শতাংশ। মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৬০ জন, ৪ জন জিপিএ-৫ পাশ করেছে ৫৩ জন, পাশের হার ৮৮.৬৩শতাংশ। মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১৭৮ জন, ৮ জন জিপিএ-৫ পাশ করেছে ১৭৬ জন, পাশের হার ৯৩.৮২শতাংশ। সুবিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৪৫ জন, পাশ করেছে ৩১ জন, পাশের হার ৮৮.৮৮শতাংশ। কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ৬৬ জন, পাশ করেছে ৫৫জন, পাশের হার ৮৩. ৩৩শতাংশ। ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৪৭ জন, পাশ করেছে ৩৩ জন, পাশের হার ৭০.২১শতাংশ। আর আর মাধ্যমিক বিদ্যালয় ৮৮ জন, পাশ করেছে ৭৪ জন, পাশের হার ৮৪.০৯শতাংশ। শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৪২ জন, ১ জন জিপিএ-৫ সহ পাশ পাশ করেছে ৩৫ জন, পাশের হার ৮৩.৩৩শতাংশ। কবি নজরুল শিক্ষা মঞ্জিলের ২৮ জন,পাশ পাশ করেছে ১৭জন, পাশের হার ৬০.৭১শতাংশ। গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় ৬৮ জন, পাশ করেছে ৫৯ জন, পাশের হার ৮৬.৭৬শতাংশ। কাজী কুদরাতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের ৪১ জন। পাশ করেছে ২৫ জন। পাশের হার ৬৯.৯৭শতাংশ। গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় ৪২ জন, পাশ করেছে ৩৬ জন, পাশের হার ৮৫.৭১শতাংশ। উজলপুর মাধ্যমিক বিদ্যালয় ৫৭ জন, ২ জন জিপিএ-৫ সহ পাশ করেছে ৩৮ জন, পাশের হার ৬৬.৬৬শতাংশ। টেংরামারী মাধ্যমিক বিদ্যালয় ৩২ জন, ১জন জিপিএ-৫ সহ পাশ করেছে ৩১ জন,পাশের হার ৯৬.৮৭শতাংশ। আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৬৯ জন, পাশ করেছে ৬৭ জন, পাশের হার৯৭.১০শতাংশ। আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয় ৭৯ জন, ৫ জন জিপিএ-৫ সহ পাশ করেছে ৬৯ জন, পাশের হার ৮৭.৩৪শতাংশ। সাহেবপুর মাধ্যমিক বিদ্যালয় ৫২ জন, পাশ করেছে ৩৬ জন, পাশের হার ৬৯.২৩শতাংশ। কলমি জোল মাধ্যমিক বিদ্যালয়ে ৩০ জন, পাশ করেছে ২৩ জন, পাশের হার ৭৬.৬৬শতাংশ। শোলমারি মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ জন, ২জন জিপিএ-৫ সহ পাশ করেছে ৫০ জন, পাশের হার ৮৩.৩৩শতাংশ। পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয় ৮৪ জন, পাশ করেছে ৭৩ জন, পাশের হার ৮৬.৯০শতাংশ। হরিরামপুর মাধ্যমিক বিদ্যালয় ৩৮ জন, পাশ করেছে ২৮ জন, পাশের হার ৭৩.৬৮শতাংশ। মদনাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ১৯ জন, পাশ করেছে ১৮ জন, পাশের হার ৯৪.৭৩শতাংশ।
এছাড়াও ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৫৫ জন, ৭জন জিপিএ-৫ সহ পাশ করেছে ৫২ জন, পাশের হার ৯৪.৫৪শতাংশ। সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১২ জন, পাশ করেছে ১০ জন, পাশের হার ৮৩.৩৩শতাংশ। বাড়িবাকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৩২ জন, পাশ করেছে ২৭ জন, পাশের হার ৮৪.৩৭শতাংশ। চক শ্যামনগর মাধ্যমিক বিদ্যালয় ৩৮ জন, পাশ করেছে ৩০ জন, পাশের হার ৭৮.৯৪শতাংশ। কে আর আর এস মাধ্যমিক বিদ্যালয়ে ৪১ জন, পাশ করেছে ৩৮ জন, পাশের হার ৯২.৬৮শতাংশ। সিএমসি মাধ্যমিক বিদ্যালয় ৮১ জন, পাশ করেছে ৭৬ জন, পাশের হার৯৩.৮২শতাংশ। শ্যামপুর শালিকা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৪৭ জনপাশ করেছে ৪৩ জন, পাশের হার ৯১.৪৮শতাংশ। সি এইচ এস মাধ্যমিক বিদ্যালয়ের ৬১জন, ১জন জিপিএ-৫ সহ পাশ করেছে ৪৯ জন, পাশের হার ৮০.৩২ শতাংশ। শোলমারী বালিকা বিদ্যালয় ২৬ জন, পাশ করেছে ২৬ জন, পাশের হার ১০০শতাংশ। কালিগাংনী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ১৮ জন, পাশ করেছে ৭ জন, পাশের ৩৮.৮৮শতাংশ। মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি এম কলেজের ৮১জন, ১জন জিপিএ-৫ সহ পাশ করেছে ৭২জন, পাশের ৮৮.৮৮শতাংশ। জাদুখালি স্কুল এন্ড কলেজের ১৩৭ জন, এবং ৬ জন জিপিএ-৫ সহ পাশ করেছে ১১৭ জন, পাশের হার ৮৫.৪০শতাংশ।