মেহেরপুর নিউজ,০১ ফেব্রুয়ারী: বিধি ভঙ্গ করে কৌশলে ‘এসএসসি পরীক্ষা কেন্দ্র, নিরবতা বজায় রাখুন’ এমন পরামর্শ দিয়ে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এবং মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রধান ফটক ঢেকে জনসচেতনতামূলক তোরণ তৈরি করে নিজেদের পণ্যর বাজারজাত করছেন ম্যাটাডর কোম্পানীর স্থানীয় প্রতিনিধিরা। তাতে একটি জায়গায় নিরবতার কথা উল্লেখ থাকলেও তোরণের বিভিন্ন স্থানে তাদের কোম্পানীর পণ্যার ছবি ও নাম ব্যবহার করা হয়েছে। এনিয়ে পরীক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। তারা অভিযোগ করে বলেন, ম্যটাডর কোম্পানী মূলত ব্যাবসায়িক বিজ্ঞাপন করার জন্যই এ গেট তৈরি করেছে। মেহেরপুর সরকারী বালিকা বিদ্যালয়ের একজন স্টাফ নাম প্রকাশ না করার স্বার্থে বলেন, টাকা বা উপহার ছাড়াকি প্রধান শিক্ষক এই তোরণ লাগানোর অনুমতি দেন ? ম্যাটাডরের স্থানীয় বিক্রয় প্রতিনিধি মোখলেসুর রহমান বলেন, জনসচেতনতার জন্য কোম্পানী থেকে এ সকল তোরণ পাঠানো হয়েছে। মেহেরপুর সদরের ২টি কেন্দ্র সহ গাংনীতে ২ টি, বামন্দিতে ১টি এবং মুজিবনগরে ১টি কেন্দ্রের প্রধান ফটকের সামনে এ তোরণ করা হয়েছে বলে তিনি স্বীকার করেন। তবে তিনি বলেন, প্রতিটি কেন্দ্রের প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে এ তোরণ করা হয়েছে। তবে উপহার বা অর্থ বিনিময়ের কথা তিনি অস্বীকার করেছেন।
মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব সুভাষ চন্দ্র ওঝাঁ বলেন, নকল প্রতিরোধে জনসচেতনামূলক ক্যাম্পেইন করার লক্ষ্যে তারা অনুমতি নিয়ে এ তোরণ করেছে। তবে সেখানে কি লেখা আছে বা তা জানিনা। তার আমাকে সহজ সরল পেয়ে ভুল বুঝিয়ে এ কাজ করেছে বলে তিনি স্বীকার করেন। তিনি আরো বলেন, কেউ কোনো কিছু করলে তার স্বার্থ তো থাকবে বলেও তিনি জানান। এ ব্যাপারে মেহেরপুর জেলা শিক্ষা অফিসার গাজী মোহাম্মদ রফি বলেন, পরীক্ষা কেন্দ্রের সামনে জনসচেতনতার কোনো ক্যাম্পেইনের বিধান কোনো কোম্পানীর নাই। তারা এটা ব্যবসার জন্য করেছে। যারা এটি করেছে তারা ভ’ল করেছে। আমাদের প্রশাসনিক ক্ষমতা থাকলে অবশ্যই ব্যাবস্থা নিতাম। এ ব্যাপারে তিনি জেলা প্রশাসকের সাথে কথা বলার অনুরোধ জানান। যোগাযোগ করা হলে মেহেরপুর জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম বলেন পরীক্ষা কেন্দ্রের সামনে কোনো কোম্পানীর ক্যাম্পেইন করার বিধান নাই। এটা তারা মুলত বিজ্ঞাপন করেেেছ এবং ভুল করেছে। এ বিষয়ে অবশ্যাই ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেগুলো অপসারণ করা হবে।