মেহেরপুর নিউজ:
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জয়পুর তারানগর মাধ্যমিক বিদ্যালয় ৯৭ দশমিক ৩৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২ জন ৭৬ জন শিক্ষার্থী।
এছাড়াও মুজিবনগর উপজেলার মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১১৩ জন, ২৫ জন জিপিএ-৫ সহ পাশ করেছে ১১০৭ জন, পাশের হার ৯৪.৬৯শতাংশ। বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয় ১১৬ জন, পাশ করেছে ৯০ জন, পাশের হার৭৭.৫৮শতাংশ। দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৬৫ জন, ১০ জন জিপিএ-৫ সহ পাশ করেছে ৬০ জন, পাশের হার ৯২.৩০শতাংশ। আনন্দবাস মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৩৩ জন, ৪ জন জিপিএ-৫ সহ পাশ করেছে ৩২ জন, পাশের হার ৯৬.৯৬শতাংশ। দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ১১৩ জন, ১৩ জন জিপিএ-৫ সহ পাশ করেছে ১০৫ জন, পাশের হার ৯২.৯২শতাংশ।
এছাড়াও কোমরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০০ জন। ৮ জন জিপিএ-৫ সহ পাশ করেছে ৮৪ জন, পাশের হার ৮৪শতাংশ। মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯০ জন।১২ জন জিপিএ-৫ সহ ।পাশ করেছে ৮১ জন।পাশের হার ৯০শতাংশ। আদর্শ মাধ্যমিক বিদ্যালয় শিবপুরে ৬২ জন, ৮ জন জিপিএ-৫ সহ পাশ করেছে ৬০ জন, পাশের হার ৯৬.৭৭শতাংশ। মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৪০ জন, পাশ করেছে ৩৮ জন, পাশের হার ৯৫শতাংশ। আনন্দবাসমিয়া বালিকা ৩০ জন, পাশ করেছে ২৩ জন,পাশের হার ৭৬.৬৬শতাংশ। গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৭৯ জন, পাশ করেছে ৭৫ জন,পাশের হার ৯৪.৯৩শতাংশ। আম্রকানন মাধ্যমিক বিদ্যালয় ৫৪ জন, পাশ করেছে ৪৭ জন, পাশের হার ৮৭.০৩শতাংশ। এ টি যে মাধ্যমিক বালিকা বিদ্যালয় ২০ জন, পাশ করেছে ১৭ জন,পাশের হার ৮৫শতাংশ। বল্লবপুর মিশন মাধ্যমিক বিদ্যালয় ৫০ জন, পাশ করেছে ৪২ জন,পাশের হার ৮৪শতাংশ।