বর্তমান পরিপ্রেক্ষিত

এমাসেই আনন্দবাস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

October 01, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস এক্সপ্রেসের উদ্যোগে চলতি মাসের শেষে দিকে আনন্দবাস ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হবে। ৩২ টি দল আনন্দবাস ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

আনন্দবাশ এক্সপ্রেস এর এক আলোচনা সভায় ক্রিকেট টুর্নামেন্টের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা এবং রানারআপ দলকে ৩০ হাজার টাকার পুরস্কার দেওয়া হবে।

এছাড়া প্রতিদিনের খেলায় ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেওয়া হবে। ২ হাজার টাকা এন্ট্রি ফি দিয়ে মেহেরপুর জেলার যে কোন দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে।