বর্তমান পরিপ্রেক্ষিত

এবার প্রাথমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

By মেহেরপুর নিউজ

December 11, 2024

মেহেরপুর নিউজ:

এবার প্রাথমিক বিদ্যালয় সমূহে ভিন্ন আঙ্গিকে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হবে। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জেলা প্রাথমিক শিক্ষা অফিস বরাবর নির্দেশনা প্রদান করেছেন।

নির্দেশনা অনুযায়ী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দপ্তর সমূহ, বিভাগীয়, জেলা ও উপজেলা কার্যালয়। সকল পিটিআই প্রাথমিক বিদ্যালয়ের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে সূর্যদের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। মহান বিজয় দিবস উপলক্ষে সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের জন্য মুক্তিযোদ্ধা ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

জেলা, উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে ক্রীড়া অনুষ্ঠান (টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট), ফুটবল, কাবাডি, হডুডু, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা নির্দেশনা দেওয়া হয়। মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী মেহেরপুরের সকল প্রাথমিক বিদ্যালয়কে অবহিত করা হয়েছে। এবং মহান বিজয় দিবস যথাযথভাবে পালন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।