মেহেরপুর নিউজঃ
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসন ও বাংলাদেশের এন জি ও ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা এন জি ও ফাউন্ডেশনের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনাতনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম। এতে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা এনজিও ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক আবু জাফর, মঈন উল আলম,আবেদ আলী প্রমূখ। এদিকে এর আগে এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলামের নেতৃত্বে র্যালিটি মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় চত্বরে এসে শেষ হয়। র্যালিতে অন্যদের মধ্যে এনজিও ফাউন্ডেশন সভাপতি মোশাররফ হোসেন, আবু জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।