মেহেরপুর নিউজ, ২৪ মে:
মেহেরপুর শহরের ঘাট পাড়ার একটি বাড়িতে লাগানো একটি আম্রপলি চারা আম গাছে এক বোঁটায় ২৮টি আম ধরেছে। মেহেরপুর শহরের ঘাট পাড়ার বাসিন্দা ব্যবসায়ী হাসিব মিয়ার বাড়িতে লাগানো আম গাছে এ ঘটনা ঘটেছে।
হাসিব মিয়ার পত্মী মেহেরপুর কিন্টার গার্টেন এর অধ্যক্ষ রেহেনা ইয়াসমিন জানান, গত বছর গাছটি লাগানোর পর ঐ বছর মাত্র ১টি আম এসেছিল। এবার গাছটিতে প্রচুর মুকুল আসে। কিন্তু অধিকাংশ মুকুল ঝরে যায়। মাত্র ২টি বোঁটায় মুকুল থাকে। এর মধ্যে ১টি বোঁটায় ২৮টি অপর একটি বোঁটায় ৮টি আম এসেছে। আম্রপালি জাতের এ আম খেতেও বেশ সুস্বাদু বলে তিনি জানান।