মেহেরপুর নিউজ,১৯ এপ্রিল: মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামে একটি তালগাছের ৪২টি মাথায় আরো ৪২টি তালগাছ বের হয়েছে। খোকসা গ্রামের আছিম উদ্দিনের বাড়িতে বেড়ে ওঠা ওই তাল গাছে হঠাৎ করে গাছের মাথার চারপাশে গাছ বেরোতে থাকে ।
আছিম উদ্দিন জানান, প্রায় ১২ বছর বয়সী এই তালগাছটি ১৫ দিন আগে থেকে মাথার চারপাশে ছোট ছোট গাছ বের হতে থাকে। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে তালগাছটিকে দেখতে প্রতিদিন আশেপাশের গ্রামের মানুষের ভিড় লেগে যায়।