মেহেরপুর নিউজ:
একটিমাত্র ব্রিজের অভাবে রাজাপুর রাধাকান্তপুর ২ গ্রামের প্রায় ২০ হাজার মানুষকে কয়েক কিলোমিটার পথ ঘুরে মেহেরপুরে আস্তে হচ্ছে। এতে সময় ও অর্থের অপচয়ের সাথে সাথে গ্রামের মুমূর্ষু রোগী নিয়ে শহরে আসতে বেগ পেতে হচ্ছে।
মেহেরপুর শহরের উপকণ্ঠে পণ্ডের ঘাটে ভৈরব নদের উপর অস্থায়ীভাবে নির্মিত ফরাসটি চলাচলের জন্য মারাত্মক ঝুঁকি বহন করছে। গ্রামবাসীর দাবি রাজাপুর থেকে শহরের এই প্রান্তের অবস্থান মাত্র আধা কিলোমিটার। কিন্তু এই আধা কিলোমিটার পথ পাড়ি দিতে একদিকে যেমন ঝুঁকি বহন করতে হচ্ছে, অন্যদিকে অন্যপ্রান্তে হয়ে ঘুরে শহরে আসতে অনেক সময় প্রয়োজন পড়ছে। ভৈরব নদের বুকে পন্ডের ঘাট। ভৈরব নদের উপর দিয়ে অস্থায়ী ফরাসটির অবস্থা নড়বড়ে। জীবনের ঝুঁকি নিয়ে মোটর সাইকেল, সাইকেল নিয়ে নড়বড়ে ওই ফরাসের উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে।
এলাকায় একটি ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। শীত-গ্রীষ্ম কিংবা বর্ষা সারাবছরই মানুষ রাজাপুর থেকে পন্ডের ঘাট হয় মেহেরপুর শহরে প্রবেশ করে। ভৈরব নদের উপর দিয়ে অস্থায়ী ফরাস তৈরি করা হয়েছে তার অবস্থাি নড়বড়ে।জীবনের ঝুঁকি নিয়ে মোটর সাইকেল, সাইকেল নিয়ে নড়বড়ে ওই ফরাসের উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এলাকাবাসী দীর্ঘদিন যাবত দাবি জানিয়ে আসছে, ভৈরব নদ পন্ডের ঘাট এলাকায় একটি ব্রিজ নির্মাণ করার।