অন্যান্য

“এই বিভৎস দেশ দেখতে চাই না”- শ্লোগানে প্রতিবন্ধী কবি মামুন খন্দকারের দেশ ভ্রমন

By মেহেরপুর নিউজ

February 09, 2015

মেহেরপুর নিউজ ,০৯ ফেব্রুয়ারি: “এই বিভৎস দেশ দেখতে চাই না, শান্তি সুখের বাংলাদেশ চাই” এই শ্লোগানে সমগ্র বাংলাদেশ ভ্রমনের অংশ হিসেবে মেহেরপুর পরিদর্শন করলেন কবি মামুন খন্দকার (২৮)। সোমবার বিকালে বাট্যারিচালিত একটি ভ্যানযোগে তিনি মেহেরপুরে এসে পৌছান। মেহেরপুরে এসে তিনি প্রথমে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সাথে সাক্ষাৎ করেন। পরে তিনি মেহেরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা শহরের মৃত লুৎফর রহমানের কনিষ্ট পুত্র কবি মামুন খন্দকার ২০০১ সালে সহিংস রাজনীতির শিকার হয়ে প্রতিবন্ধী হয়ে পড়েন। অন্যের সহযোগীতা ছাড়া তিনি চলাচলও করতে পারেন না। একই

শহরের ভ্যানচালক মিরাজুল ইসলামের ভ্যানে চড়ে তিনি দেশ ভ্রমনে বের হয়েছেন। সাংবাদিকদের সাথে সাক্ষাতকালে কবি মামুন খন্দকার বলেন, দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা তার ভালো লাগে না। রাজনৈতিক কর্মূসূচীর নামে প্রতিদিন পেট্রোলবোমা হামলায় মানুষ হত্যা করা হচ্ছে, দগ্ধ হচ্ছে শত শত মানুষ।দেশজুড়ে বিভৎসতার প্রতিবাদ ও দূনীতি ও মাদকমুক্ত সমাজ, ট্রাফিক আইন মেনে চলা, প্রতিবন্ধীদের সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার আহবানে তার এই দেশ ভ্রমন বলে তিনি জানান।