মেহেরপুর নিউজ :
আজ অনুষ্ঠিত হচ্ছে মেহেরপুর সদর উপজেলার নবগঠিত বারাদি ইউনিয়ন পরিষদের নির্বাচন। প্রথমবারের মতো অনুষ্ঠিত মেহেরপুর সদর উপজেলার নবগঠিত বাড়াদি ইউনিয়নের নির্বাচনকে এলাকায় ব্যাপক উদ্দীপনা শুরু হয়েছে।
পিরোজপুর ইউনিয়ন কে ভেঙে বাড়াদি ইউনিয়ন করা হয়েছে। কারণে নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে। নবগঠিত বাড়াদি ইউনিয়নের সাধারণ ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
প্রথমবারের মতো অনুষ্ঠিত বাড়াদি ইউনিয়নের প্রথম চেয়ারম্যান, মেম্বার এবং সংরক্ষিত মহিলা মেম্বার হওয়ার লক্ষ্যে প্রার্থীরা উঠে পড়ে লেগেছে। রাজনগর, জুগিন্দা, হাসনাবাদ, বরশি বাড়িয়া, বারাদি,মোমিনপুর, কলাইডাঙ্গা, পাটকেল পোতা, পাটাপুকা, চাঁদপুর, পুরাতন দরবেশপুর, সিংহাটি, নতুন দরবেশপুর ও শিমুলতলা গ্রাম নিয়ে গঠিত বারাদি ইউনিয়ন। বাড়াদি ইউনিয়নে মোট ১৯ হাজার ১৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে।
এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৯ হাজার ৬০৪ জন এবং মহিলা ভোটার রয়েছে ৯ হাজার ৫৪৬ জন। মোট ভোটারের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে রয়েছে ১ হাজার ৮০৯ জন।২ নাম্বার ওয়ার্ডে ২ হাজার ৬১১ জন।৩ নং ওয়ার্ডে ২ হাজার ৪৫৭ জন।৪ নং ওয়ার্ডে ২ হাজার ২৯০ জন।৫ নং ওয়ার্ডে ২ হাজার ১১৪ জন। ৬ নং ওয়ার্ডে ২ হাজার ১১৫ জন। ৭ নং ওয়ার্ডে ১ হাজার ৮৯০ জন। ৮ নং ওয়ার্ডে ২ হাজার ১৭২ এবং ৯ নং ওয়ার্ডে ১ হাজার ৬৯২ জন ভোটার রয়েছে। মেহেরপুর বারদী ইউনিয়নে মোট ৯ টি কেন্দ্রে ৬১ টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।এই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।এরা হলেন আওয়ামী লীগ মনোনীত মোমিনুল ইসলাম(নৌকা) , আরমান আলী(ঘোড়া) , হাসিবুল হাসান বাবু (চশমা) , নুরু উস সাফা(মশাল) ,নুর ইসলাম (রজনীগন্ধা) , সালে আল আজিজ টনিক (আনারস) । সংরক্ষিত সদস্য পদে ১ নং ওয়ার্ডে পুষ্পরানি(মাইক) , সালমা(তালগাছ) , বিউটি(হেলিকপ্টার), শাহিনা(সূর্যমুখী ফুল) ,পারভীনা(বক)। ২ নং ওয়ার্ডে সাগরিকা (বক) , আজমিরা(মাইক) বুলবুলি (কলম) ,নুরজাহান(তালগাছ)। ৩ নং ওয়ার্ডে ফারজানা(বক) , শাহনাজ (হেলিকপ্টার), খাদিজা (মাইক) , শামসুন্নাহার (তালগাছ) প্রতীক পেয়েছেন ।
এদিকে নবগঠিত বাড়াদী ইউনিয়নের সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে মুক্তি(ফুটবল) , মোস্তাফিজুর (টিউবওয়েল), খাকছার (বৈদ্যুতিক পাখা) , কাসেদ(মোরগ) , আসাদুল(তালা) ।২ নাম্বার ওয়ার্ডে ইমাম-উল-হক(মোরগ) , আব্দুস সালাম (তালা), আশরাফুজ্জামান(ভ্যান গাড়ি) , মোখলেসুর রহমান(বৈদ্যুতিক পাখা) , শফি মীর(ফুটবল) ,শাহিন আলী(টিউবওয়েল) । ৩ নং ওয়ার্ডে রিপন(ক্রিকেট ব্যাট) , তারিকুল (মোরগ) , আকরাম(তালা) , রবিউজ্জামান বাবু(ফুটবল) , শরিফুল ইসলাম(টিউবওয়েল)। ৪নং ওয়ার্ডে রিপন(ফুটবল) , স্বাধীন(তালা) , মুর্শিদকুলি মেঘা(মোরগ) । ৫ নং ওয়ার্ডে সাইফুল(বৈদ্যুতিক পাখা) , তাহাজ উদ্দিন (মোরগ) , বেলাল উদ্দিন (তালা) , কামরুজ্জামান (টিউবওয়েল) ,নজরুল ইসলাম(ফুটবল)।৬ নং ওয়ার্ডে জাহাঙ্গীর (মোরগ) , শফিকুর রহমান(তালা) ,শাকমান মোল্লা(ফুটবল) । ৭ নং ওয়ার্ডে মিজানুর রহমান(বৈদ্যুতিক পাখা) , রফিকুল ইসলাম (ফুটবল) , রেজাউল(টিউবওয়েল) , কামাল(মোরগ) ,ইয়াদ শেখ(তালা)। ৮ নং ওয়ার্ডে সাইদুর(ভ্যান গাড়ি) , শফিকুল (তালা) ,সোহাগ(বৈদ্যুতিক পাখা) , জয়নাল (মোরগ) , সিদ্দিক আজিজ বাবলু(ঘুড়ি) , জাকির হোসেন (ফুটবল) ,হাফিজুর (টিউবওয়েল)। ৯ নম্বর ওয়ার্ডে এমদাদুল (তালা) , জাহাঙ্গীর(ফুটবল) , দেলোয়ার (মোরগ) ও সুলতান আলী (টিউবল)।