মেহেরপুর নিউজ:
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্যদিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করছেন। ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র রমজানে পুরো এক মাস সিয়াম সাধনার পর ঈদের আনন্দে শামিল হয়েছেন।
সকালে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয়েছে ঈদের আনুষ্ঠানিকতা। নামাজ শেষে কুশল ও শুভেচ্ছা বিনিময় করে আনন্দ ভাগাভাগি করছেন সবাই।
বৃহস্পতিবার সকাল আটটায় মেহেরপুর পৌর ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন, জেলা প্রশাসক মোঃ শামীম হাসান,জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন,পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সাবেক মেয়র মোতাছিম বিল্লাহ মতু পৌর ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন। এদিকে সকাল ৮ টা ১৫ মিনিটের সময় মেহেরপুর পুরাতন ঈদগা মাঠে দ্বিতীয় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামসহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান শহরের পুরাতন ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন।নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি করেন। এবং মেহেরপুর কবরস্থানে নিকট আত্মীয়দের আত্মার শান্তি কামনায় মোনাজাত করেন। এছাড়া সকাল ৭-৩০ মিনটে মেহেরপুর সদর থানা জামে মসজিদে। সকাল ৮টায় পুলিশ লাইন মাঠে। সকাল ৮-৪৫ মিনিট মেহেরপুর পৌর ঈদগা মাঠে মহিলাদের জামাত।সকাল ৬-৩০ মিনিটে মেহেরপুর শহীদ শামসুজ্জানগর উদ্যানে আহলে হাদিস ঈদের জামাত, সকাল সাড়ে ৭ টায় মেহেরপুর জেলা মডেল মসজিদে, কোট মসজিদে সকাল আটটা ৩০ মিনিটে জামাত অনুষ্ঠিত হয়।