মেহেরপুর নিউজ:
উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২১। ভোটার, আইনজীবী ও রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিদের পদচারণায় মুখরিত রয়েছে গোটা আদালত প্রাঙ্গণ। শুক্রবার সকাল ৯ টায় শুরু হওয়া এ নির্বাচনে একটানা ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
প্রতি বছরের ন্যায় এবারও মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫ টি পদের বিপরীতে আওয়ামী লীগ সমর্থিত ও বিএনপি সমর্থিত আইনজীবীদের দু’টি প্যানেল থেকে মোট ৩০ জন প্রার্থী ভোটে অংশ নিয়েছেন। আ’লীগপন্থিরা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও বিএনপি পন্থীরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ব্যানারে ভোটে অংশ নিচ্ছেন।
এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১৩০ জন। জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে অধিকতর গুরুত্ব দিয়ে আ’লীগ ও বিএনপি সমর্থিত দু’টি প্যানেলই এবারের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের আশা ব্যক্ত করেছেন।
জেলা আইনজীবী সমিতির ২০২১ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি পদে মোখলেছুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে এ কে এম আসাদুজ্জামান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি পদে মারুফ আহমেদ বিজন এবং সাধারণ সম্পাদক পদে একেএম জিল্লুর রহমান নির্বাচনে লড়ছেন।
নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদের সহ-সভাপতি পদে গোলাম মোস্তফা, নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন রাসেল, সেলিম রেজা, কোষাধ্যক্ষ পদে শাহরিয়ার মাহমুদ শাওন, গ্রন্থাগার ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে শাহিনুর রহমান, নির্বাহী সদস্য পদে কে এম নুরুল হাসান রঞ্জু, মিজানুর রহমান, রোকেয়া খাতুন, রুত সোভা মন্ডল, ফয়সাল নাসরুল্লাহ, আবুল কাশেম, মোশারফ হোসেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি পদে হাসান মাহবুব রহমান মুকুল, রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম, মিজানুর রহমান, কোষাধক্ষ্য মোহাম্মদ আরিফুজ্জামান গ্রন্থাগার ও সাংস্কৃতিক সম্পাদক এহান উদ্দিন মনা, নির্বাহী সদস্য পদে সেলিম রেজা কল্লোল, সাইদুর রহমান রিপন, বুলবুলি আক্তার, সেলিম রেজা, গাজী শফিউল আজম খান বকুল,এ এস এম এম হাসান উল্লাহ এবং সাইফুল ইসলাম শাহেব প্রতিদ্বন্দ্বিতা করছেন।