নির্বাচন

উপ-নির্বাচনে জামানত হারিয়েছেন আলফাজ হোসেন

By মেহেরপুর নিউজ

July 29, 2022

মেহেরপুর নিউজ:

সদ্যসমাপ্ত মেহেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জামানত হারিয়েছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আলফাজ হোসেন । মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

২ লক্ষ ৯ হাজার ৯৮৩ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন মাত্র ২৪ হাজার ৪৭৯ জন। এর মধ্যে বিজয়ী প্রার্থী আবুল হাসেম ভোট পান ১৫ হাজার ৩০৪ ভোট। তার নিকটতম প্রার্থী নিশান সাবের ভোট পান ৪ হাজার ৫৬৮ ভোট। তৃতীয় স্থানে থাকা শামিম উদ্দিন পান ৩ হাজার ৬৩০ ভোট এবং চতুর্থ প্রার্থী আলফাজ হোসনে পান মাত্র ৯৭৭ ভোট।

নিয়ম অনুযায়ী প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পেলে পরাজিত প্রার্থীদের জামানত ফেরত পাবেন।সেক্ষেত্রে জামানত ফেরত পেতে কমপক্ষে ৩ হাজার ৬০ ভোটের প্রয়োজন ছিল। নির্বাচনের আলফাজ হোসেন পেয়েছেন মাত্র ৯৭৭ ভোট। অপরদিকে পরাজিত দুই প্রার্থী নিশান সাবের ও শামিম উদ্দিন তাদের জামানত ফেরত পেলও আলফাজ হোসেনের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।