মেহেরপুর নিউজ,২৪ ফেব্রুয়ারি: মেহেরপুর সদর উপজেলা ভুমি অফিসরে প্রধান সহকারী আমিনুর রহমান খান ডাকুর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বিকালে মেহেরপুর সরকারী হাইস্কুল মাঠে জানাযা শেষে কলেজ মোড়ের পৌর কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ বিজন, ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার শাহীনুজ্জামান,জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম রসুল, মুজিবনগর উপজেলা উপজেলা সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলুসহ এলাকার সর্বস্তরের মানুষ জানাযা ও দাফন কাজে অংশ নেন। এর আগে সকাল ৯টার দিকে মল্লিকপাড়ার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। আমিনুর রহমান খান ডাকু দীর্ঘদিন ধরে দূরারাগ্যে ক্যান্সারে ভুগছিলেন।