মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা পরিষদের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ হয়। সদর উপজেলা শিক্ষা অফিসার ফারুক উদ্দিন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন ক্লাস্টারের বিজয়ীরা সদর উপজেলা পর্যায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।