বর্তমান পরিপ্রেক্ষিত

উপজেলা পর্যায়ে আন্তঃ ইউনিয়ন ফুটবল অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে ৩ টি খেলা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 15, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পর্যায়ে আন্তঃ ইউনিয়ন ফুটবল অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন, বাড়দি ইউনিয়ন এবং পিরোজপুর ইউনিয়ন নিজ নিজ খেলায় জয়লাভ করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে।

বুধবার বিকেলে অনুষ্ঠিত প্রথম খেলায় আমঝুপি ইউনিয় জয় লাভ করে। খেলায় আমঝুপি ইউনিয়ন ১-০ গোলে শ্যামপুর ইউনিয়নকে পরাজিত করে। বিজয়ী দলের সোহান জয়সূচক গোলটি করেন। একই মাঠে অনুষ্ঠিত বারাদি ইউনিয়ন এবং কুতুবপুর ইউনিয়নের মধ্যকার খেলায় বারাদি ইউনিয়ন টাইব্রেকারে ৩-০ গোলে কুতুবপুর ইউনিয়নকে পরাজিত করে। নির্ধারিত সময় খেলাটি গোলশূন্যভাবে শেষ হওয়ায় টাইব্রেকারের আশ্রয় নিতে হয়। এতে বাড়াদির পক্ষে আকাশ, আউয়াল এবং পরশ একটি করে গোল করেন। বাড়াদির গোলরক্ষক জিহাদ প্রতিপক্ষের তিনটি কিক আটকে দেন। এদিকে দিনের শেষ খেলায় পিরোজপুর ইউনিয়ন জয়লাভ করে।

খেলায় পিরোজপুর ইউনিয়ন ১-০ গোলে আমদহ ইউনিয়নকে পরাজিত করে। পিরোজপুরের পক্ষে সাদ্দাম জয়সুচক গোলটি করেন। খেলা ৩টি পরিচালনা করেন আব্দুল কুদ্দুস, ফারহা হোসেন লিটন এবং সালমান।