নির্বাচন

উপজেলা পরিষদ নির্বাচনের ব্যালট বক্স সহ উপকরণ বিতরণ

By মেহেরপুর নিউজ

May 07, 2024

মেহেরপুর নিউজ:

আগামীকাল বুধবার অনুষ্ঠিত মেহেরপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনের ব্যালট বক্স সহ উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে ব্যালট বক্স সহ উপকরণ বিতরন করা হয়।

জেলা প্রশাসক মোঃ শামীম হাসান ব্যালট বাক্স বিতরণের উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার এসএম নাজমুল হক, জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ ওয়ালীউল্লাহ, সদর উপজেলা নির্বাচন অফিসার দোলন কান্তি চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

মেহেরপুর সদর উপজেলার ৯৪ টি ভোট কেন্দ্রে ৫৭টি অস্থায়ী বুথ সহ ৬০৫ টি বুথে একযোগে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সদর উপজেলা পরিষদে নির্বাচনে ২ লক্ষ ১৮ হাজার ৮০৪ জন তাদের ভুতেরাধিকার প্রয়োগ করবেন। মেহেরপুর সদর উপজেলায় মোট ভোটারের মধ্যে ১ লক্ষ ৯ হাজার ৪৬৩ জন পুরুষ এবং ১ লক্ষ ৯ হাজার ৩৪০ জন নারী ভোটার ভোটার রয়েছেন। প্রতিটি কেন্দ্রের জন্য ৪-৫ জন করে পুলিশ বাহিনীর সদস্য, ১৩-১৮ জন করে আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।

এছাড়াও প্রতিটি ইউনিয়নে ১ নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে স্টাইকিং ফোর্স তাদের দায়িত্ব পালন করবেন। বিজিবি এবং  র‌্যাবের সদস্যরা টহলে থাকবেন।

এদিকে মুজিবনগর উপজেলা পরিষদের নির্বাচনে ৩৫ টি ভোট কেন্দ্রে ৭টি অস্থায়ী বুথ সহ ২৩৬ টি বুথে একযোগে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। মুজিবনগর উপজেলা পরিষদে নির্বাচনে ৮৫ হাজার ২৫৯ জন ভোটারের মন জয় করতে চেয়ারম্যান পদে ৪ জন। মুজিবনগরে মোট ভোটারের মধ্যে ৪২ হাজার ৫৩৮ জন পুরুষ এবং ৪২ হাজার ৭২১ জন নারী ভোটার ভোটার রয়েছেন।